ক্রাইস্টচার্চ পৌঁছেছে বাংলাদেশ দল

আগেরদিন বিকাল ৪টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে বিমানে চড়ে বসে বাংলাদেশ ক্রিকেট দল। আজ বাংলাদেশ সময় ভোরে গিয়ে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে পৌঁছেছে তামিম-মাহমুদউল্লাহ রিয়াদরা।

২০ সদস্যের ক্রিকেট দলের সঙ্গে ছিলেন আরও ১৫ সদস্যের কর্মকর্তা-কর্মচারি, কোচিং স্টাফ। বিশাল বহরের এই দলটি প্রথমে এক সপ্তাহ কোয়ারেন্টাইন পালন করবে ক্রাইস্টচার্চে। এরপর করবে অনুশীলন। ২০ মাচ থেকে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর টাইগাররা খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

সাকিব আল হাসানকে ছাড়াই নিউজিল্যান্ড গেলো বাংলাদেশ দল। তৃতীয় সন্তানের বাবা হবেন, এ কারণে স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছেন সাকিব। এরইমধ্যে তিনিও যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন।

কোয়ারেন্টাইন শেষে কুইন্সটাউনে পাঁচদিনের বিশেষ প্রস্তুতি ক্যাম্প করবে টাইগাররা। এরপর ২০ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডে হবে ডানেডিনে। এরপর ২৩ মার্চ ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডে। শেষ ওয়ানডেটি ২৬ মার্চ ওয়েলিংটনে।

ওয়ানডে সিরিজ শেষে ২৮ মার্চ হ্যামিল্টনে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে নেপিয়ারে ৩০ মার্চ। অকল্যান্ডে ১ এপ্রিল সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ স্কোয়াড
তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, রুবেল হোসেন, নাসুম আহমেদ।

Related Posts

About The Author

Add Comment