বিপিএলে বোলিংয়ে নজর কেড়েছেন তরুণরা

গত (২১ জানুয়ারি) বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের অষ্টম আসর শুরু হয়েছে। বিপিএলে মাশরাফি, সাকিব, তামিম, মাহমুদউল্লাহ আর মুশফিক বরাবরই ভালো খেলে। বোলিংয়ে বল হাতে পারফর্ম করাদের বেশিরভাগই বয়সে তরুণ।

এ পর্বে ৫ শীর্ষ উইকেটশিকারির ৪ জনই বাংলাদেশি। সর্বোচ্চ উইকেট শিকারি অভিজ্ঞ নাজমুল ইসলাম অপু। সিলেট সানরাইজার্সের হয়ে খেলছেন। ২ ম্যাচে ৭ উইকেট পেয়ে এ পর্বে সবার ওপরে। তার সেরা বোলিং ৪/১৮।

নাজমুল ইসলাম অপু কে বাদ দিয়ে তার পরের নামগুলো বেশিরভাগই তরুণদের। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ৬ উইকেট পেয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন। ৩ ম্যাচে ৬ উইকেট, তার সেরা বোলিং ৪/১৬ এবং ফাস্টবোলার শরিফুল ইসলাম (৩ ম্যাচে ৬ উইকেট, তার সেরা বোলিং ৪/৩৪)।

তিন নম্বরে নাহিদুল ইসলাম ২৮ বছর বয়সী অফস্পিনার ২ ম্যাচে ৫ উইকেট পেয়েছে। তার সেরা বোলিং ৩/৫। ফরচুন বরিশালের দুই ক্যারিবিয়ান পেসার আলজেরি জোসেফ ও ডোয়াইন ব্রাভো সমান ৫ উইকেট করে পেয়ে শীর্ষ পাঁচে আছেন।

Related Posts

About The Author