বাণিজ্যমেলা চলবে বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে

রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) চলছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনসহ সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় আবারও ১৩ জানুয়ারি থেকে সাঁরাদেশে বিধিনিষেধ আরোপ করেছে সরকার।

তবে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিধিনিষেধ মেনে চালু থাকছে বাণিজ্যমেলা। সরকার করোনার বিধিনিষেধ আরোপের পরই মেলার কার্যক্রম চলবে কি না, তা নিয়ে শঙ্কা দেখা দেয়। এর একদিন পরই স্বাস্থ্যবিধি মেনে মেলার কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা জানায় বাণিজ্য মন্ত্রণালয়।

বাণিজ্যমেলা চলবে বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে

বিধিনিষেধ প্রজ্ঞাপনে বলা হয়, দোকান, শপিংমল ও বাজারে ক্রেতা-বিক্রেতা এবং হোটেল-রেস্তোরাঁসহ সব জনসমাগমস্থলে বাধ্যতামূলকভাবে সবাইকে মাস্ক পরতে হবে, অন্যথায় আইনানুগ শাস্তির সম্মুখীন হতে হবে।

আরও পড়ুনঃ বাংলাদেশের নিউজিল্যান্ড সফরে টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছে

গত ১ জানুয়ারি প্রধানমন্ত্রী গণভবন থেকে বাণিজ্য মেলার ২৬তম আসরের উদ্বোধন করেন। রাজধানীর পূর্বাচলে প্রথমবারের মতো এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

Related Posts

About The Author

Add Comment