বাংলাদেশের নিউজিল্যান্ড সফর প্রথম সিরিজে বাংলাদেশ ৮ উইকেটে জয় পেয়েছে। দ্বিতীয় সিরিজে ১১৭ রানে হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ জেতায় দুই ম্যাচ সিরিজটি শেষ হলো ১-১ ব্যবধানে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে মূল্যবান ১২ পয়েন্ট নিয়েই দেশে ফিরবে মুমিনুল হকের দল।
এদিকে লিটন দাসের ২০১৫ সালে অভিষেকের পর টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেতে অপেক্ষা করতে হয়েছিল ২০২১ সাল পর্যন্ত। প্রথম থেকে দ্বিতীয় সেঞ্চুরির অপেক্ষাটা দেড় মাসের বেশি হতে দিলেন না লিটন কুমার দাস। দ্বিতীয় ইনিংসে একাই লড়েছিলেন লিটন। নিউজিল্যান্ড সফরের দ্বিতীয় টেস্টে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিলেন তিনি।
অপরদিকে দ্বিতীয় টেস্টটিই ছিল নিউজিল্যান্ড দলের রস টেইলরের শেষ টেস্ট ম্যাচ। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ৯ উইকেট পতনের পর বোলিং করতে আসেন রস টেইলর। তৃতীয় বলেই আউট করে দেন এবাদত হোসেনকে। শেষ বলে উইকেট নিয়েই বিদায়ী ম্যাচ খেলতে নামা রস টেলরকে ডাকেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম।
সূত্রঃ জাগো নিউজ