বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আন্তর্জাতিক ম্যাচ খেলা হচ্ছে না। বাংলাদেশ ফুটবল দলের সব খেলোয়াড়দের করোনা ভ্যাকসিনের দুই ডোজ টিকা না নেওয়া থাকায় সফর বাতিল করাছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আগামী সপ্তাহে বাংলাদেশের ইন্দোনেশিয়া সফর যাওয়ার কথা থাকলেও তা আর হচ্ছেনা।
বৃহস্পতিবার বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ এক ভিডিওবার্তায় এ কথা বলেন।
তিনি আরও বলেন, শনিবার দেশে আসছেন জাতীয় দলের নতুন কোচ হ্যাভিয়ের ক্যাববেরা। আগামী জানুয়ারির ২৪ ও ২৭ তারিখ আমাদের ইন্দোনেশিয়াতে দুইটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা ছিল। সফরের সকল প্রস্তুতিও গ্রহণ করেছিলাম। আমাদের জাতীয় দলের কোচ আগামী ১৫ তারিখ ঢাকায় চলে আসছেন। আমরা খেলোয়াড় তালিকাও তৈরি করেছি।
ইন্দোনেশিয়া থেকে জানানো হয়েছে, আমাদের সকল খেলোয়াড় ও টিম ম্যানেজম্যান্টের সবাইকে ডাবল ভ্যাকসিন দেওয়া থাকতে হবে। আমাদের ১৫জন খেলোয়াড়ের ডাবল ডোজ নেওয়া আছে। ৭জন নিয়েছে ১টি ডোজ। আর ৬জন কোনো ভ্যাকসিন নেয়নি।
তো এই পর্যায়ে সকলের ভ্যাকসিনেশনের কারণে আমাদের এই সফরটি করা সম্ভব হচ্ছে না। আশা করি আগামী মার্চে যে আরেকটি ফিফা উইন্ডো আছে তখন সকলকে ভ্যাকসিনেশনের আওতাই নিয়ে আসবো। তখন আমরা ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করতে পারবো।
আরও পড়ুনঃ বিপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম-বরিশাল