মানবিক কবি সাজ্জাদ হোসেন জামাল ০৩ ডিসেম্বর ১৯৬৮ খ্রিস্টাব্দে ব্রাক্ষণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলাধীন ছতুরাশরীফ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা ফিরোজ আহমেদ ভূঁইয়া ও মাতা সাজেদা বেগম।
দুই ভাই এক বোনের সংসারে তিনি সবার ছোটো। ছাত্র জীবনেই তাঁর লেখালেখি শুরু। তিনি ছতুরা চান্দপুর স্কুল এন্ড কলেজ থেকে ১৯৮৩ সালে কৃতিত্বের সাথে এস এস সি এবং ১৯৮৫ সালে সৈয়দাবাদ সরকারি কলেজ থেকে এইচ এস সি পাশ করেন। এ না প্রতিবন্ধকতায় পড়া-শোনা বন্ধ হয়ে যায়। পরে, ১৯৯০ সালে চট্টগ্রাম সরকারি কলেজ থেকে বি, এ পাশ করেন।১৬ বছর ইউপি সচিব পদে চাকুরী করেন।
জীবন জীবিকার তাগিদে একসময় পাড়ি দেন বহু তরুণের স্বপ্নের দেশ ইতালি। ইতোমধ্যে ১৮ বছর প্রবাস জীবনের নানান অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। হয়েছেন আর্থিক স্বাবলম্বী। দেশে ও প্রবাসে বিভিন্ন জনকল্যাণ মূলক কাজে নিজেকে সম্পৃক্ত করেছেন। ছাত্র জীবনে লেখা বেশকিছু পান্ডুলিপি হারিয়ে গেলেও তাঁর প্রতিভা দমে যায়নি।
২০২০ সাল থেকে নিয়মিত লেখালেখিতে মনো-নিবেশ করেন। এরই মধ্যে তাঁর লেখা প্রকাশিত একক কাব্যগ্রন্থ সংখ্যা ৯ টি। প্রকাশিত একক কবিতার বইগুলো হল: সুখের পরশ, আলোকিত জীবন, আলোকিত মানুষ, আলোর ভুবন,তিতাস পাড়ের মানুষ, মানুষ হতে চাই, পরশ পাথর চাই, প্রভুরে ভালোবাসি,পাপের সাগর ও মুক্তি কতদূর?
প্রবাসে থাকলেও তিনি একজন সফল সংগঠক। তিনি ব্রাহ্মণবাড়িয়া তিতাস সাহিত্য পরিষদ এবং আখাউড়া কবিঘর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি।
গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের সহযোগিতা করার মানসে নিজ বাবার নামে প্রতিষ্ঠা করেন “মরহুম ফিরোজ আহমেদ ভূঁইয়া এন্ড সন্স ফাউন্ডেশন”। জাতীয় ঐশী বাংলা পত্রিকা থেকে প্রথম পুরস্কার ৫০ হাজার টাকা ও ক্রেষ্ট সন্মাননা পেয়েছেন। তিনি তিন পুত্র ও এক কন্যা সন্তানের জনক।
প্রতিষ্ঠাতা সভাপতি
আখাউড়া কবিঘর সাহিত্য পরিষদ।