নতুন রেকর্ড এক মিনিটে এক হাত ব্যবহার করে একটার ওপর আরেকটি কয়েন সাজিয়ে গিনেস বুক এ জায়গা করে নিল বরিশালের তরুণী নিপা। বিশ্বরেকর্ড গড়ল এই তরুণী।
তার আগে এক মিনিটে কয়েন সাজিয়ে রেকর্ড ছিল ইতালির সিলভিও সাবা নামে এক যুবকের। সিলভিও ৬৯টি কয়েন সাজিয়ে ২০১৫ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা পেয়েছিলেন। সেই একই রেকর্ডটি বরিশালের তরুণী নিপা ৭১টি কয়েন সাজিয়ে বিশ্বরেকর্ড গড়ল।
নিপা বরিশালের সরকারি ব্রজমোহন কলেজ (বিএম) থেকে রসায়ন শাস্ত্রে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পরে বর্তমানে এক বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থায় কর্মরত আছেন। স্বামী বেসরকারি ব্যাঙ্কে কর্মরত। লকডাউনে ঘরবন্দি থাকা সমকালে সময় কাটাতে ইউটিউবকে সঙ্গী করেছিলেন তিনি। সেখানে দেখতে পায় কয়েন সাজিয়ে টাওয়ারের মতো কিছু একটা তৈরি করেছেন। তারপর তিনি দুঃসাধ্য কাজটি করেছিলেন।
আরও পড়ুনঃ গুঞ্জন উড়িয়ে শুটিংয়ে ফিরছেন মাহিয়া মাহি
গত নভেম্বর ২৪ তারিখে ঝড়ের গতিতে কয়েন সাজানোর ভিডিও পাঠিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে পাঠান নিপা। তারপর ৩০ নভেম্বর গিনেস কর্তৃপক্ষ ইমেলে জানিয়ে দেন, ঝড়ের গতিতে কয়েন সাজিয়ে বিশ্ব রেকর্ড করেছেন নিপা। ২১ ডিসেম্বর সার্টিফিকেটও পাঠিয়ে দিয়েছে তার কাছে।
সূত্রঃ জাগো নিউজ