ব্রাহ্মণবাড়িয়ার ডিসি: শিশুদের মুক্তিযোদ্ধের ইতিহাস জানাতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু কিশোর সংগঠন ‘শিশু নাট্যম’ এর উদ্যোগে তিনিব্যাপী আর্ট ক্যাম্প শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে পৌর এলাকার গোকর্ণঘাট উচ্চ বিদ্যালয়ে তিনদিনব্যাপী আর্ট প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে। ঐদিন প্রধান অতিথি জেলা বিএমএর সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা. আবু সাঈদ আর্ট ক্যাম্প উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. শাহগীর আলম বলেন, মার্চ মাস স্বাধীনতার মাস। মুক্তিযুদ্ধের মাস। মহান মুক্তিযোদ্ধে শিল্পী সাহিত্যিকদের ভূমিকা ছিল অতুলনীয়। শিশুদের মুক্তিযোদ্ধের ইতিহাস জানাতে হবে। মুক্তিযোদ্ধের চেতনায় তাদেরকে গড়ে তোলার জন্য অভিভাকদের প্রতি আহ্বান জানাচ্ছি। কোভিডের কারণে শিশুদের মেধা বিকাশে অনেকটাই খারাপ প্রভাব পড়েছে। শিশু নাট্যম শিশুদের গ্রামে এনে গ্রামকে পরিচয় করিয়ে দেয়ার পাশাপাশি ছবি আঁকার ব্যবস্থা করেছে। এই কর্মসূচির মাধ্যমে শিশুদের মনোজগতে বেশ প্রভাব ফেলবে বলে আমার বিশ্বাস। এখানে এসে আমি আগামীদিনের শিল্পীদের সাক্ষাৎ পেলাম।

আরও পড়ুনঃ ব্রাহ্মণবাড়িয়ার লোকজ প্রবাদ প্রবচন

শনিবার (৫ মার্চ) অতিথিদের বক্তব্য শেষে ক্যাম্পের সমাপনী দিনে অংশগ্রহণ করা ১৪৫ জন শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ ও অংশগ্রহণ পুরষ্কার বিতরণ করা হয়।

সূএঃ দৈনিক সরোদ

Related Posts

About The Author