নবজাতকদের সুচিকিৎসা নিশ্চিতে ব্রাহ্মণবাড়িয়ায় ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে স্ক্যানো ইউনিটের উদ্বোধন করা হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী স্ক্যানো ইউনিটটির উদ্বোধন করেন।
সে সময় আরও উপস্থিত ছিলেন- সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা শিউলী আজাদ, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোহাম্মদ শাহীন, সিভিল সার্জন ডাক্তার মো. একরাম উল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. ওয়াহিদুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার মো. আবু সাঈদ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি ডাক্তার মো. বজলুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামিসহ জেলা স্বাস্থ্য বিভাগের সদস্যরা।
ইউনিটটি চালু হওয়ার ফলে নবজাতকদের সুচিকিৎসা অনেকাংশে নিশ্চিত হবে। কম ওজন নিয়ে ভূমিষ্ঠ ও ঠান্ডাজণিত সমস্যায় আক্রান্ত নবজাতকের সুচিকিৎসা প্রদান করা যাবে। সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব হবে।