ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের শরীরে এখন থেকে ২৪ ঘণ্টা বডি ওর্ন ক্যামেরা চালু থাকবে। বডি ওর্ন ক্যামেরার ফলে পুলিশের অভিযান ও অপরাধী শনাক্ত করা অনেকটা সহজ হবে। এমনটাই জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান।
রোববার (২৭ ফেব্রুয়ারি) পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুনঃ আখাউড়ার পরিষদের নবনির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যানদের শপথ গ্রহণ
তিনি বলেন, অনেক সময় অভিযান চালাতে গিয়ে এবং অপরাধীদের হাতেনাতে ধরলেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়। এখন থেকে দায়িত্ব পালনকালে ২৪ ঘণ্টা পুলিশের শরীরে ক্যামেরা চালু থাকবে। প্রতিটি ক্যামেরা টানা ১২ ঘণ্টা চালু থাকে। তাই ২৪ ঘণ্টা যেন ক্যামেরা ভিডিও ধারণ করতে পারে সেজন্য দুটি করে ক্যামেরা দেওয়া হবে।
সারাদেশের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা মাদক উদ্ধারে দ্বিতীয় হয়েছে জানিয়ে পুলিশ সুপার বলেন, ‘তাতে আমি খুশি নয়। আমি চাই এই জেলায় কোনো মাদক থাকবে না। মাদকের খুচরা ব্যবসায়ীসহ গডফাদারদের আইনের আওতায় নিয়ে আসা হবে।’
সূত্রঃ জাগো নিউজ