ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য একাডেমি বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব নাট্য দিবস উদযাপন করেছে।
রোববার (২৭ মার্চ) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির উদ্যোগে শুভাযাত্রা বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু স্কয়ারে গিয়ে শেষ হয়। পরে জাতীয় বীর আবদুল কুদ্দুছ মাখন মুক্তমঞ্চে সংক্ষিপ্ত আলোচনা সভা ও নাটক প্রদর্শন করে সাহিত্য একাডেমির সদস্যরা।
আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে পাকিস্তানি হানাদার ও স্থানীয় রাজাকারদের ভূমিকা নিয়ে রচয়িত নাটক ‘রক্তাক্ত ৭১’ মঞ্চায়ন করা হয়। নাটকটি লিখেছেন সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, নির্দেশনা দিয়েছেন আল আমিন শাহীন ও শিল্প নির্দেশনা দিয়েছেন পাভেল রহমান।
সূত্রঃ দৈনিক সরোদ