৯৯৯ নম্বরে কল পেয়ে দুই দেয়ালের মধ্যে আটকে পড়া একটি গরুকে উদ্ধার করা হয়

ব্রাহ্মণ বাড়িয়ায় একটি গরু দুই দেয়ালের মধ্যে আটকে যাওয়ার পর জরুরি সেবাকে ৯৯৯ নম্বরে কল করা হয়। এরপর দমকলকর্মীরা গিয়ে দেয়াল ভেঙে গরুকে উদ্ধার করেন। বুধবার সকাল ৯টার দিকে জেলা শহরের বাগানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার স্টেশনের দমকলকর্মী এহসান উল আলম বলেন, “৯৯৯ নম্বরে কল পেয়ে দেয়াল ভেঙ্গে আটকে যাওয়ার পর গরুকে উদ্ধার করা হয়। বেশি সময় লাগেনি। বাঁচাতে পেরে ভালো লাগছে। পশু

গরুকে উদ্ধার

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শহরের মুন্সেফপাড়ার বাসিন্দা রিদওয়ান আনসারির বাড়ির পেছনে দুটি গরু নিখোঁজ হয়েছে। রিদওয়ান নগরীর বিভিন্ন স্থানে খোঁজ করে একটি গরুর সন্ধান পেলেও অন্যটি পায়নি। একপর্যায়ে তিনি স্থানীয়দের কাছে শুনতে পান নগরীর বাগানবাড়ি এলাকায় রাসেল আহমেদের বাড়ির দুই দেয়ালের মধ্যে আরেকটি গরু আটকা পড়েছে। এরপর রিদওয়ান জরুরি নম্বর ৯৯৯ এ কল করেন। ফোন পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের সদস্যরা রাসেল আহমেদের বাড়িতে গিয়ে মেশিন দিয়ে দেয়ালের কিছু অংশ ভেঙ্গে গরুটিকে খালাস করে।

বাগানবাড়ির বাসিন্দা রাসেল আহমেদ বলেন, “প্রাচীর ভেঙ্গে আমি সামান্য আঘাত পেলেও গরুটিকে নিরাপদে উদ্ধার করা দেখে আমি খুশি।”

এ ব্যাপারে গরুর মালিক রিদওয়ান আনসারি বলেন: “অগ্নিনির্বাপক কর্মীরা ৯৯৯ নম্বরে কল করার পর, তারা অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছে বেড়া ভেঙ্গে গরুটিকে উদ্ধার করে। আমি দমকল বিভাগকে ধন্যবাদ জানাই।

আখাউড়া-আশুগঞ্জ চার লেন প্রকল্প, সম্ভাবনার নতুন দ্বার | akhaura.local.

Related Posts

About The Author