বাংলাদেশে অনলাইন কেনাকাটার জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। এই ধারাকে আরও এগিয়ে নিতে যাত্রা শুরু করেছে নতুন ই-কমার্স প্ল্যাটফর্ম ডেইলি নিড বাংলাদেশ যার লক্ষ্য হলো — গ্রাহকদের হাতে পৌঁছে দেওয়া মানসম্মত পণ্য, সাশ্রয়ী দামে এবং দ্রুততম সময়ে।
ডেইলি নিড বাংলাদেশ গ্রাহকদের জন্য নিয়ে এসেছে এক অনন্য অভিজ্ঞতা, যেখানে এক ক্লিকেই পাওয়া যাবে গ্রোসারি-সহ দৈনন্দিন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং নির্দিষ্ট ক্যাটাগরিতে স্পাইস ও মাসালা।পার্সোনাল কেয়ার, হোম কেয়ার ও বেবি কেয়ার সংক্রান্ত পণ্য (শারীরিক পরিচর্যা, হেয়ার কেয়ার, বাচ্চাদের খাবার / শিশু সামগ্রী)।বিশেষ ব্র্যান্ড ও অর্গানিক পণ্যও – যেমন কাজু-বাদাম, আখরোট, পেস্তা, অর্গানিক খেজুর ইত্যাদি ও আরও অনেক কিছু। উন্নত ওয়েবসাইট ও সহজ ইউজার ইন্টারফেস ,ফেসবুক পেজ ও ফেসবুক গ্রুপের মাধ্যমে গ্রাহকরা খুব সহজে ঘরে বসেই পছন্দের পণ্য কিনতে পারবেন।

প্ল্যাটফর্মটির প্রতিষ্ঠাতা বলেন —
“আমাদের লক্ষ্য শুধু পণ্য বিক্রি নয়, বরং গ্রাহকের আস্থা অর্জন করা। আমরা বিশ্বাস করি, সঠিক পণ্য ও নির্ভরযোগ্য সেবা দিয়েই ই-কমার্সের ভবিষ্যৎ গড়া সম্ভব।”
নতুন এই উদ্যোগে গ্রাহকরা পাবেন:
✅ ফ্রি হোম ডেলিভারি (নির্দিষ্ট অর্ডারে)
✅ ২৪/৭ কাস্টমার সাপোর্ট
✅ নিরাপদ পেমেন্ট সিস্টেমঃ বিকাশ পেমেন্ট , নগদ পরিশোধ (ক্যাশ অন ডেলিভারি), অনলাইন পেমেন্ট, কার্ড ডিসপ্যাচসহ।
✅ বিশেষ ডিসকাউন্ট অফার ও রিটার্ন নীতি
✅ একটি কার্যকর ডেলিভারি ব্যবস্থা
✅ বিশেষ ডিসকাউন্ট অফার
বাংলাদেশের ই-কমার্স খাতকে আরও শক্তিশালী করতে এবং গ্রাহকদের কাছে মানসম্মত সেবা পৌঁছে দিতে ডেইলি নিড বাংলাদেশ ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে।

