অষ্টম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন শুরু ১ এপ্রিল

২০২২ সালে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হবে ১ এপ্রিল। চলবে আগামী ১৫ মে পর্যন্ত।

বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুর ভূঁঞার সই করা এক অফিস আদেশ থেকে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হল বঙ্গবন্ধু স্বাধীনতা কাপ টি-২০ হুইলচেয়ার ক্রিকেট ম্যাচ

এতে বলা হয়, জেএসসি পরীক্ষার বছরের ১ জানুয়ারি পরীক্ষার্থীদের ন্যূনতম বয়স ১১ বছরের বেশি হতে হবে। ঢাকা বোর্ড থেকে পাঠদানের অনুমতি ও স্বীকৃতি পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ শিক্ষা প্রতিষ্ঠানের নামে রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হলে দায় বর্তাবে প্রতিষ্ঠান প্রধানদের ওপর।

সূত্রঃ জাগো নিউজ

Related Posts

About The Author