ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক জনাব হায়াত উদ দৌলা খান। সম্প্রতি আদেশ হয়েছে বদলীর। হায়াত উদ দৌলা খানের বদলীর ঘটনায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সর্বস্তরের শিল্পী-সংস্কৃতিসেবীদের পক্ষ থেকে ‘বিদায় সংবর্ধনা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত (১১ জানুয়ারি) মঙ্গলবার সন্ধ্যাইয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয় যা রাত পর্যন্ত চলে।
গত ২০১৮ সালের অক্টোবরে তিনবছর ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করেছেন। জেলা প্রশাসকের বদলীর ঘটনায় গত কয়েকদিন ধরেই জেলাবাসীর মনে বেদনার ছাপ। ‘বিদায় সংবর্ধনা’ অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তাকে সর্বস্তরের শিল্পী-সংস্কৃতিসেবীদের পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানানো হয়। ফুল দিয়ে শুভ্চ্ছোয় সিক্ত করা হয়।
হায়াত উদ দৌলা খান তিনি ব্রাহ্মণবাড়িয়ার শিল্প-সংস্কৃতির বিকাশ, করোনার দু:সময়ে সাধারণ মানুষের পাশাপাশি শিল্পী-সংস্কৃতিসেবীদের পাশে দাঁড়ান। মুক্তিযুদ্ধের চেতনার পথে অসামান্য অবদান রাখেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন, সাহিত্য একাডেমী সভাপতি কবি জয়দুল হোসেন, দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন সম্পাদক মনজুরুল, নারী সংগঠক নন্দিতা, রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ সভাপতি অধ্যাপক মানবর্দ্ধন, বিশিষ্ট লেখক সোপানুল ইসলাম, উদীচী সভাপতি জহিরুল ইসলাম, শিশু নাট্যম সাধারণ সম্পাদক নিয়াজ মো.খান বিটু, চেতনায় স্বদেশ গণগ্রন্থাগার প্রতিষ্ঠাতা কবি আমির হোসেন, আবরনি আবৃত্তি চর্চা কেন্দ্র নির্বাহী পরিচালক হাবিবুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া আবৃত্তি একাডেমী সভাপতি মনিরুজ্জামান ভূঞা, কবির কলম সভাপতি মনিরুল ইসলাম অংশগ্রহণ করেন।
আরও পড়ুনঃ ব্রাহ্মণবাড়িয়ায় প্রশাসন ও সাংবাদিকদের মেলবন্ধন সারাদেশে মডেল, জেলা প্রশাসক