আ.লীগ আমলে প্রকাশ্যে হিন্দু মেয়েদের অপহরণ করা হতো,সাবেক উপমন্ত্রী দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করেছেন, আওয়ামী লীগের শাসনামলে নাটোরে হিন্দু মেয়েদের প্রকাশ্যে অপহরণ করা হয়েছে এবং বিভিন্ন জুয়েলারি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।

শুক্রবার দুপুরে নাটোর জেলা বিএনপির কার্যালয়ে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে কখনো এ ধরনের অপকর্ম ঘটেনি।

তিনি অভিযোগ করেন, প্রতি বছর দুর্গাপূজাকে ঘিরে একটি মহল ভীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলেই এসব ষড়যন্ত্র হয়, আর ক্ষমতায় থাকলে জঙ্গি হামলার ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা লুটে।

তিনি আশ্বস্ত করে বলেন, নাটোরসহ সারাদেশে বিএনপির নেতাকর্মীরা মন্দির পাহারা দিবে এবং কোনো ষড়যন্ত্র-চক্রান্ত হতে দেবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল রক্ষায় বিএনপি সর্বদা প্রস্তুত রয়েছে।

সভায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সাবেক পৌর মেয়র এমদাদুল হক আল মামুন, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, যুবদল সভাপতি এ. হাই তালুকদার ডালিম, পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায়, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত সরকার, সাংবাদিক দেবাশীষ কুমার, শিক্ষাবিদ অলক মৈত্র, বাস মালিক নেতা অখিল পোদ্দারসহ স্থানীয় মন্দির কমিটির নেতারা।

Related Posts

About The Author