কমবে বৃষ্টির প্রবণতা বাড়বে শীত, আবহাওয়া অধিদপ্তর

শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশের চার বিভাগের বিভিন্ন জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পরবর্তী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমে যেতে পারে এবং রাতের তাপমাত্রা কমতে পারে। এতে শীতের প্রবণতাও আরও বেশি অনুভূত হবে।

আজ সকালে জেলার তেঁতুলিয়ায় গত ২৪ ঘণ্টায় ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। তাপমাত্রা কম থাকায় তেঁতুলিয়ায় তীব্র শীত পড়েছে।

আজ সিলেটে গত ২৪ ঘণ্টায় ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, ৩১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুনঃ আসছে ‌‘কোক স্টুডিও বাংলা’

Related Posts

About The Author