ভাসানচরে যাচ্ছেন আরও ২ হাজার ২৬০ জন রোহিঙ্গা

পঞ্চম দফায় আরও দুই হাজার ২৬০ জন রোহিঙ্গা সদস্য ভাসানচরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বুধবার (৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম বোট ক্লাব থেকে তাদেরকে নিয়ে ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে নৌ বাহিনীর ছয়টি জাহাজ।

এর আগে, মঙ্গলবার (২ মার্চ) টেকনাফ ও উখিয়ার বিভিন্ন ক্যাম্প থেকে বাসযোগে তাদের চট্টগ্রামে বিএএফ শাহীন কলেজের অস্থায়ী ক্যাম্পে এনে রাখা হয়। এরপর সেখানে রাত্রিযাপন শেষ বুধবার ভাসানচরের উদ্দেশ্যে তারা যাত্রা শুরু করেন।

ভাসানচর প্রকল্পের পিডি কমডোর আব্দুল্লাহ আল মামুন বাংলা ট্রিবিউনকে বলেন, পঞ্চম দফায় চার হাজার রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে আসা হবে। এর মধ্যে বুধবার দুই হাজার ২৬০ জন রোহিঙ্গাকে ভাসানচর নিয়ে আসা হচ্ছে। নৌবাহিনীর ছয়টি জাহাজে করে তারা চট্টগ্রাম বোট ক্লাব থেকে রওনা দিয়েছেন। বিকাল ৩টার দিকে তারা ভাসানচরে পৌঁছানোর কথা। বাকিদের আগামীকাল ভাসানচরে নিয়ে আসা হবে বলে জানান তিনি।

Source: www.banglatribune.com

Related Posts

About The Author

Add Comment