পুরান ঢাকার ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব

পুরান ঢাকার ছাদগুলোতে আজ সাকরাইন উৎসব। সাকরাইন এই শব্দটি সংস্কৃত শব্দ সংক্রাণ থেকে এসেছে। যার আভিধানিক অর্থ বিশেষ মুহূর্ত। এই উৎসবটিতে সারাদিন তরুণ-তরুণীদের ঘুড়ি ওড়ানো, বাড়ি বাড়ি পিঠা উৎসব, বাড়িতে আর ছাদে জমকালো আলোকসজ্জা, ও ফানুসে ছেয়ে যায় পুরান ঢাকার আকাশ।

১৭৪০ সালের মোঘল আমলে এই দিনে নায়েব-ই-নাজিম নওয়াজেশ মোহাম্মদ খানের সময় ঘুড়ি উড়ানো হত। সেই দিনকে কেন্দ্র করে বর্তমানের এই দিনটিতে এটি একটি উৎসব আমেজে রূপ নিয়েছে।

পুরান ঢাকার ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব

প্রতি বছর ১৪ জানুয়ারির এই দিনেই পুরান ঢাকার মানুষ নানা আয়োজনে মেতে উঠে। তবে বর্তমানে তরুণ-তরুণীদের ঘুড়ির চেয়ে আতশবাজি আর ডিজের প্রতি আসক্তি বেশি লক্ষ্য করা গেছে।

আরও পড়ুনঃ আবুল হায়াতের বই আসছে বইমেলায়

Related Posts

About The Author

Add Comment