পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মদিনের কর্মসূচি শুরু

আজ বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জাতির পিতার জন্মদিনের কর্মসূচি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বুধবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৬টায়) ধানমন্ডির বঙ্গবন্ধু ভবন, বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উত্তোলন করা হয় দলীয় পতাকাও। এছাড়া সারা দেশের সংগঠনের কার্যালয়গুলোয়ও জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

রাষ্ট্রীয়ভাবে বঙ্গবন্ধুর জন্মদিন পালনের অংশ হিসেবে সরকারের সিদ্ধান্তে দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানেও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

মঙ্গলবার মন্ত্রী পরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মদিনে আজ পতাকা উত্তোলনের আদেশ জারি হয়।

সরকার মুজিব বর্ষ হিসেবে দিনটি পালন করছে। জন্মশত বার্ষিকী হিসেবে ২০২০ সালের ১৭ মার্চ হতে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত মুজিব বর্ষ হিসেবে পালনের সিদ্ধান্ত ছিল সরকারের। তবে কোভিড-১৯ সংক্রমণের কারণে কর্মসূচিগুলো বিস্তারিতভাবে পালন না করতে পারার কারণে সরকার মুজিববর্ষের মেয়াদ এ বছর ১৬ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে। মুজিববর্ষ ছাড়াও আগামী ২৬ মার্চ থেকে শুরু হচ্ছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। দেশের গুরুত্বপূর্ণ এ দুটি উপলক্ষে এক যোগে সরকারের কর্মসূচি চলবে।

জাতির পিতার জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ বেলা সাড়ে ১১টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবে। সকাল ১০টায় দলটি টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর কবরে শ্রদ্ধা নিবেদন ও মিলাদ মাহফিলে অংশ নেবেন।  দলটির উদ্যোগে বঙ্গবন্ধু এভিনিউতে আলোচনা সভার আয়োজন করছে।  দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন।

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে বিস্তারিত কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান নানা অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করছে।

Related Posts

About The Author

Add Comment