২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৯৫.২৬ শতাংশ। রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী দিপু মনির কাছে এই ফল তুলে দেন বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা।
রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে এ ফল ঘোষণা করা হয়। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী।
ঢাকা বোর্ডে পাসের হার ৯৬.২০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৫৯ হাজার ২৯৯ জন। যশোর বোর্ডে পাসের হার ৯৮.১১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৮৭৮ জন। রাজশাহী বোর্ডে পাসের হার ৯৭.২৯ শতাংশ এবং এ বোর্ডে ৩২ হাজার ৮০০ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
সিলেট বোর্ডে পাসের হার ৯৪.৮০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৭৩১ শিক্ষার্থী। বরিশাল বোর্ডে পাসের হার ৯৫.৭৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯৭১ জন। কুমিল্লায় পাসের হার ৯৭.৪৯ শতাংশ এবং ১৪ হাজার ১৫৩ জন জিপিএ-৫ পেয়েছে।
ময়মনসিংহ বোর্ডে পাসের ৯৫.৭১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৬৮৭ জন। চট্টগ্রামে পাসের হার ৮৯.৩৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৭২০ পরীক্ষার্থী।
আরও পড়ুনঃ চায়ের সঙ্গে বই পড়া ফ্রি, ‘চা কুঞ্জ’
দিনাজপুর বোর্ডে পাসের হার ৯২.৪৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৩৪৯ পরীক্ষার্থী।