করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় বাংলা নতুন বছরের প্রথম দিন থেকে শুরু হওয়া কঠোর বিধিনিষেধে দেখা যাচ্ছে গত সপ্তাহের বিপরীত চিত্র। রাস্তায় রাস্তায় পুলিশের চেকপোস্ট। প্রয়োজনের বাইরে কাউকে চলাচল করতে দেওয়া হচ্ছে না। মুভমেন্ট পাস বা কোনো অনুমতিপত্র না থাকলে তাদের ফেরতও পাঠানো হচ্ছে।
বুধবার (১৪ এপ্রিল) সকাল থেকেই সরকারি নির্দেশনা বাস্তবায়নে কঠোর অবস্থানে দেখা গেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।
মুভমেন্ট পাস না থাকলে বাইরে কাউকে চলাচল করতে দেওয়া হচ্ছে না
|
April 14, 2021 |