বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ৩৮ লাখ ৫৭ হাজার ছাড়াল

সারা বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনাক্ত হয়েছেন ১৭ কোটি ৮১ লাখ ৯৫ হাজার ৯২৯। বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বেড়ে চলেছে। করোনাভাইরাসে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৮ লাখ ৫৭ হাজার ৭৯৪ জনের বেশি মানুষের।

করোনাভাইরাসে ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৬ কোটি ২৬ লাখ ৯২ হাজার ৭৫৪ জন বেশি রোগী। ১৮ জুন আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে ধীরে ধীরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৩ লাখ ৭৭ হাজার ২৮১ জন সংক্রমিত এবং ৬ লাখ ১৬ হাজার ৪৩০ জন মারা গেছেন।

Related Posts

About The Author

Add Comment