আফজল খান শিমুল, আখাউড়া প্রতিনিধি : আজ ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌরসভার অনুষ্ঠিতব্য আসন্ন নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদে মহামান্য হাইকোর্টের আদেশে পূনরায় প্রার্থিতা ফিরে পেলেন জাতীয় দৈনিক দেশবার্তার আখাউড়া উপজেলা প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম খান ৷
আজ ২৫.০১.২০২১ ইং তারিখে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ সাংবাদিক শফিকের পক্ষে এ রায় প্রদান করেন ৷ তাঁর প্রার্থিতার বিষয়ে গত ১৮ জানুয়ারি জেলা নির্বাচন কমিশন প্রাথমিক যাচাই বাছাই কালে তথ্য গোপনের অভিযোগে প্রার্থীতা বাতিল করে৷ এরপর তিনি জেলা রিটানিং কর্মকর্তার বরাবর আপিল করলে সেখানেও তা খারিজ হয়ে যায়, এরপর তিনি হাইকোর্টে আপিল করলে তা আজ মঞ্জুর হয়৷
উল্লেখ্য যে , আইনমন্ত্রীর এলাকা বলে খ্যাত কসবা- আখাউড়ার দুই পৌরসভার ভারতীয় স্থল বন্দর পরিবেস্টিত অন্যতম আখাউড়া পৌরসভা৷ নির্বাচনের জন্য এ পৌরসভায় ভোট গ্রহনের তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ১৪ ফেব্রুয়ারি ৷ ভোট হবে ইভিএমে ৷মোট ভোটার সংখ্যা ২৮ হাজারের উপর৷ উপজেলা যুবলীগ নেতা সাংবাদিক শফিকুল ইসলাম খান প্রথমে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন চেয়ে না পেয়ে পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেন ৷
জানতে চাইলে , সাংবাদিক শফিকুল ইসলাম খান বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কতিপয় লোক আমি যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারি, সে জন্য ষড়যন্ত্র করে নির্বাচন থেকে দূরে রাখার পায়তারা করছে ৷ হাই কোর্টের আদেশে তিনি সন্তোষ প্রকাশ করেন৷ তিনি আরও বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আমি ১০০% বিজয়ী হবো ইনশাআল্লাহ ৷