আত্মপ্রকাশ করলো কোড্ডা প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ

নিজস্ব প্রতিবেদক, মোঃ সাইফুল আলম – আখাউড়া ডট কম

আখাউড়ার অদূরে ”অরাজনৈতিক, সামাজিক ও সেবামূলক সংগঠন” হিসেবে আত্মপ্রকাশ করলো কোড্ডা প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ। কোড্ডা তথা এর আশে পাশের মানুষের মাঝে নিজের বিলিয়ে দেবার জন্যই এই সংঘটনের আত্মপ্রকাশ। বিশেষ করে গত দুই বার করোনা সংক্রমণ ঢেউ এর কারনে অনেকেই মনে করছেন প্রবাসীদের দ্বারা এলাকার অনেক সামাজিক উন্নয়ন সম্ভব।

“চলবো মোরা একসাথে জয় করব মানবতাকে” এ শ্লোগানকে সামনে রেখে আজকে প্রবাসী সমাজ জল্যাণ পরিষদের উদ্বোধন, মিলাদ ও দোয়া উনুষ্ঠানের প্রধান অতিথি আখাউড়া উপজেলার তিনবারের মেয়র মোঃ তাকজিল খলিফা কাজল।

কোড্ডা এলাকাটি যদিও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কিন্তু আথাউড়ার পাশেই এর অবস্থান। আর্থ-সামাজিক, শিক্ষা ও পারিপার্শ্বিক সহযোগিতায় সব সময় আশে পাশের এলাকা মিলে মিশে একাকার হয়ে যেতে দেখা যায়।

কোড্ডা প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ কমিটি গঠন:

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডায় বহু সময়, ত্যাগ ও পরিশ্রমের ফলে কোড্ডা গ্রামের গর্ব আখাউড়া উপজেলার তিনবারের মেয়র মোঃ তাকজিল খলিফা কাজলের ভাই আমেরিকান প্রবাসী মোঃ নেসার আহমেদকে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা, আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের ভিপি শাহ মোঃ জামসেদুর রহমান ও গাবতলী টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ এবং “জাগরন” (একটি সামাজিক সংগঠন) এর সভাপতি ইন্জিনিয়ার মোঃ আফজালুর রহমানের ছোট ভাই মোঃ শাহজাদাকে (সৌদি প্রবাসী) সভাপতি ও কোড্ডা দক্ষিন পাড়ার বিশিষ্ট শালিস কারক মোঃ সামসু ভূইয়ার ছেলে মোঃ উজ্জল ভূইয়াকে (সৌদি প্রবাসী) সাধারন সম্পাদক করে “কোড্ডা প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ” নামে একটি কমিটি করা হয়েছে।

আরও পড়ুনঃ আখাউড়ার চির সবুজ সংঘ ক্লাব পরিচিত ও কার্যক্রম

আখাউড়া স্থলবন্দরের সাধারণ সম্পাদক এবং আখাউড়া টেকনিক্যাল কলেজের মেনেজিং কমিটির সভাপতি মোঃ ফোরকান আহমেদ খলিফার সঞ্চালনায় ও বাসুদেব ইউনিয়ন আওয়ামীলীগ এবং কোড্ডা গাউছিয়া দাখিল মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মোঃ আবুল হাসেম আসাদ মাষ্টারের সভাপতিত্বে প্রবাসী সমাজ কলাণ পরিষদ কর্তৃক আয়োজিত শুভ উদ্বোধনী সভায় শুভেচ্ছা বক্তব্যে গাবতলী টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ ও “জাগরন” (একটি সামাজিক সংগঠন) এর সভাপতি এবং ইন্জিনিয়ার মোঃ আফজালুর রহমান বলেন, সুদুর এমেরিকা থেকে মোঃ নেসার আহমেদ খলিফার নেতৃত্বে “একটি অরাজনৈতিক সামাজিক সেবামূলক সংগঠন” এবং এমন সুন্দর ও সমাজ কল্যাণমূলক একটি সংগঠন করা হয়েছে এজন্য আমি ব্যক্তিগতভাবে এবং সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তিনি মনে করেন সকলের সহযোগীতায় সমাজের উন্নয়ন করা সম্ভব। যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে এ সংগঠন দাড়িয়েছে তাদের সবাইকে অন্তরের অন্তর্স্থল থেকে সাধুভাদ জানাই।

অনুষ্ঠানে সভাপতির আসন অলংকার করেন বাসুদেব ইউনিয়ন আওয়ামীলীগ ও কোড্ডা গাউছিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সভাপতি আলহাজ্ব মোঃ আবুল হাসেম আসাদ মাষ্টার।

বীর মুক্তিযোদ্ধা এ কে এম আতাউর রহমান সাবেক সহ সভাপতি ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ মুগদা ঢাকা মহানগর দক্ষিন এবং সাবেক সিবিএ’র নেতা রুপালি ব্যাংক কর্মচারী ইউনিয়ন এবং ঢাকাস্ত কোড্ডা কল্যাণ সমিতির সভাপতি তারঁ বিশেষ অতিথির বক্তব্যে বলেন, যারা প্রবাসে আছেন তারা কত কষ্ট করে টাকা উপার্জন করেন তা ভাষায় প্রকাশ করার মত নয়।

প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ গঠন হওয়াই তিনি খুব আশাবাদী যে এই কমিটি সমাজের গরীব, অসহায় ও দুস্থ্য পরিবারের পাশে দাড়াবে। তিনি বলেন, যোদ্ধা দুইভাবে হইয়ে থাকে, একটি হল মুক্তিযোদ্ধা আরেকটি হচ্ছে রেমিটেনস্ যোদ্ধা। আজকের আয়োজনের মূল উদ্দেশ্য হল সমাজের সার্বিক উন্নয়ন করা। এটি “একটি অরাজনৈতিক সামাজিক সেবামূলক সংগঠন। আজ আমরা এখানে এবং যাদের কারণে দাড়াতে পারছি তাদের সবাইকে ধন্যবাদ জানাই।

“একটি মানবাধিকার ও উন্নয়ন সংস্থা’র” (এআরডি) প্রধান উপদেষ্টা এবং “জাগরন” (একটি সামাজিক সংগঠন) এর সাধারন সম্পাদক মোঃ ছিদ্দিকুর রহমান রেজভী তারঁ বিশেষ অতিথির বক্তব্যে সভায় উপস্থিত সকলকে সালাম ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, কোড্ডা প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে যারা সার্বিক সহযোগীতা করেছেন তাদের মধ্যে ইন্জিনিয়ার ও অধ্যক্ষ মোঃ আফজালুর রহমান, এবং আখাউড়া উপজেলার মেয়র মোঃ তাকজিল খলিফার ভাই মোঃ ফোরকান আহমেদ খলিফা অন্যতম। প্রবাসে যারা রয়েছেন তাদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনাসহ সহযোগীতা কামনা করে তিনি বলেন আমরা প্রবাসীদের সাথে কাধে কাধ মিলিয়ে সমাজের উন্নয়ন কাজে সহযোগীতা করতে চাই।

আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের ভিপি ও বীর মুক্তিযোদ্ধা শাহ মোঃ জামসেদুর রহমান তিনি তারঁ বিশেষ অতিথির বক্তব্যে বলেন, আমি জানি প্রবাসে যারা থাকেন তারা অনেক কষ্ট করে টাকা উপার্জন করেন। প্রবাসীরা তাদের মাতৃভূমির টানে নিজ গ্রামের মায়ায় তারা চায় একটি কমিটির মাধ্যমে গ্রামের সার্বিক উন্নয়ন করতে। সে লক্ষে “কোড্ডা প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ” নামে প্রবাসীরা একটি কমিটি গঠন করেছে। প্রবাসীদের সাথে মিলেমিশে সমাজের উন্নয়নমূলক কাজ করার প্রত্যয় জানান এবং প্রবাসীদের মঙ্গল কামনা করেন।

৫ নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি মোঃ হানিফ খলিফা বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, প্রবাসী সমাজ কল্যাণ পরিষদেরর সবাই সমাজ উন্নয়নে অগ্রনী ভূমিকা রাখতে পারবে। তিনি প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের মঙ্গল কামনা করেন।

বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন বাসুদেব ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব মোবাশ্বের আলম ভূইয়া। তিনি প্রথমেই জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন।ব্রাহ্মণবাড়িয়া -৩ (সদর ও বিজয়নগর) আসনের অভিভাবক ও উন্নয়নের রুপকার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরীর জন্য নৌকা প্রতীকে ভোট চেয়ে কোড্ডা প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সাথে একাত্বতা প্রকাশ করে তিনি বলেন প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সহযোগীতায় কোড্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের ডুবাটি অতি শীঘ্রই ভরাট করে দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাসুদেব ইউনিয়ন আওয়ামীলীগ ও কোড্ডা গাউছিয়া দাখিল মাদ্রাসার সভাপতি জনাব আলহাজ্ব আবুল হাসেম আসাদ মাষ্টার বলেন, সবাই যেন অবশ্যই কাধে কাধ মিলিয়ে একে অপরের সাথে সু-সম্পর্ক বজায় রেখে সমাজ উন্নয়নে অগ্রনী ভূমিকা রাখে।

তিনি বলেন, আমেরিকান প্রবাসী মোঃ নেসার আহমেদ খলিফার উপদেষ্টায়, অত্র কমিটির সভাপতি মোহাম্মদ শাহজাদা এবং সাধারণ সম্পাদক মোঃ উজ্জল ভূইয়াসহ কমিটির সকলের সহযোগীতায় নিশ্চয় আমাদের এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণ হবে।

সবশেষে তিনি উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে এবং প্রবাসীদের দির্ঘ্য হায়াত ও মঙ্গল কামনা করে তারঁ সমাপণী বক্ততব্যের মাধ্যমে আজকের উদ্বোধন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

সভাপতির সমাপ্তি ঘোষনা করার পর অনুষ্ঠানে মিলাদ-কিয়াম পাঠের মাধ্যমে মহামারী করোনা থেকে বিশ্বের সকলের জন্য দোয়া এবং সবশেষে তবারক বিতরন করা হয়।

Related Posts

About The Author

Add Comment