বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে গণমাধ্যমকে এ তথ্য জানান প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। তিনি জানান—রাষ্ট্রপক্ষের গুরুত্বপূর্ণ এই দুই সাক্ষী বুধবার সাক্ষ্য দেয়ার কথা থাকলেও ব্যক্তিগত সীমাবদ্ধতার কারণে তারা হাজির হতে পারেনি।
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে ১৫ সেপ্টেম্বর সাক্ষ্য দেবেন আমার দেশ সম্পাদক মাহমুদর রহমান এবং জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
তাই রাষ্ট্রপক্ষের সময় আবেদন মঞ্জুর করে সোমবার দিন ধার্য করেছে ট্রাইব্যুনালে। বিগত সরকারের মেয়াদে সংঘটিত সব মানবতাবিরোধী অপরাধ এবং জুলাই-আগস্ট গণহত্যা প্রমাণে এ দুজন রাষ্ট্রপক্ষের গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে তাদের অভিজ্ঞতা তুলে ধরবেন বলেও জানায় রাষ্ট্রপক্ষ।
এসময় এক প্রশ্নের জবাবে প্রসিকিউটর আরও জানান—এ মাসের মধ্যেই এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ করার প্রস্তুতি রয়েছে রাষ্ট্রপক্ষের । এদিন ২০১৬ সালে যশোরে দুই শিবির নেতাকে গুলি করার মামলায় আসামি কনস্টেবল সাজ্জাদুর রহমানকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।