আখাউড়া-আগরতলা রেলপথ এর নির্মাণকাজ দেখে হতাশ মন্ত্রী

চলমান আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্পের নির্মাণকাজ অগ্রগতি নিয়ে হতাশা ব্যক্ত করেছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শিবনগর শূন্যরেখায় রেলপথের কাজ পরিদর্শন শেষে তিনি হতাশার কথা ব্যক্ত করেন।

কাজের অগ্রগতি দেখে রেলমন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের (এ বছরের জুনের) মধ্যে বাংলাদেশ অংশে প্রকল্পের কাজ শেষ করার কথা। কিন্তু বাস্তবতা হচ্ছে, নির্ধারিত সময়ের মধ্যে সেটা হবে না। ঠিকাদার বলেছেন, জুনের মধ্যে রেললাইন বসানোর কাজ শেষ করবে। স্টেশন নির্মাণ, সিগনালিংসহ অন্য কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করতে পারলেও আমরা খুশি হবো। তবে সেটাও না পারলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নিবো বলে জানান তিনি।

এ সময় ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, এ কাজ বাস্তবায়নের জন্য আমরাও চাপে আছি। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার প্রকল্পটি পরিদর্শন করেছি। আশা করছি, শিগগির প্রকল্পটি বাস্তবায়ন হবে।

Related Posts

About The Author