নৌকায় প্রার্থী হতে চান নাজমুল হোসেন

নৌকায় প্রার্থী হতে চান নাজমুল হোসেন- ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চান উপজেলা আওয়ামী লীগের আংশিক কমিটির সভাপতি আইনজীবী নাজমুল হোসেন। সোমবার বিকেলে সরাইল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আগ্রহ প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন চেয়ারম্যান আইয়ুব খান।

মতবিনিময় সভায় নাজমুল হোসেন বলেন, আওয়ামী লীগের কোনো সংসদ সদস্য না থাকায় এলাকায় অন্যান্য উপজেলার মতো উন্নয়ন হয়নি। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট থেকে জাতীয় পার্টির প্রার্থী দুইবার এমপি নির্বাচিত হয়েছেন।তিনি সাধ্যমত চেষ্টা করলেও তেমন অগ্রগতি হয়নি। এখানকার মানুষের মনে সবসময়ই জাহাজের প্রার্থী হওয়ার ইচ্ছা ছিল। বিপুল ভোটে বিজয়ী হবেন নৌকার প্রার্থীরা। তিনি শূন্য আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, ‘দলের নেতৃবৃন্দ যেন আমাকে মনোনয়ন দেন সে জন্য আমি এখানে এসেছি।

নৌকায় প্রার্থী হতে চান নাজমুল হোসেন


আমি ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। ৪৫ বছর ধরে দলীয় রাজনীতির সঙ্গে জড়িত আছি। এ অঞ্চলের দলীয় নেতা-কর্মীরা সাধারণ মানুষের জন্য ব্যাপক প্রতিক্রিয়ার সম্মুখীন হন। নাজমুল হোসেন বলেন, ‘আমি আওয়ামী লীগের প্রার্থী হতে চাই। তবে দলীয় সিদ্ধান্তে দল বা বড় জোটের প্রার্থী দিলে আমি তা নেব এবং জোটের প্রার্থীর পক্ষে কাজ করব। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মেনে নেব।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও আশুগঞ্জ—দুই উপজেলায় ১৭টি ইউনিয়ন রয়েছে। এ আসনের মোট ভোটার ৩ লাখ ৭০ হাজার ১২৩ জন। এর মধ্যে সরাইল উপজেলার ৯টি ইউনিয়নের ২ লাখ ৩৭ হাজার ১৫৩ এবং আশুগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের ১ লাখ ৩২ হাজার ৯৭০ জন ভোটার আছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী আবদুস সাত্তার ভূঁইয়া ৮৩ হাজার ৯৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তৎকালীন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাঈন উদ্দিন। তিনি পেয়েছিলেন ৭৫ হাজার ৪১৯ ভোট। ১১ ডিসেম্বর আবদুস সাত্তার ভূঁইয়া জাতীয় সংসদ থেকে পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। আগামী ১ ফেব্রুয়ারি এ আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Related Posts

About The Author