করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে সারা বিশ্বে। তাই মার্চের মধ্যে ওমিক্রনের টিকা আনা সম্ভব হবে বলে আশা করছে ফাইজার।
সোমবার (১০ জানুয়ারি) কোম্পানিটির প্রধান এ তথ্য বলেন। কোম্পানির তরফে জানানো হয়েছে, মার্চের মধ্যে ভ্যাকসিনটি প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে।
সিএনবিসিকে ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা আলবার্ট বোরলা বলেন, সরকারের প্রচণ্ড আগ্রহ থেকে ফাইজার ইতোমধ্যে টিকা উৎপাদন শুরু করেছে। যা মার্চের মধ্যে প্রস্তুত হবে।