ব্রাহ্মণবাড়িয়ায় করোনার নতুন ধরণ ওমিক্রনের আতঙ্কে সাউথ আফ্রিকা থেকে আসা সাত জনের বাড়িতে লাল পতাকা টানানো হয়েছে।
জেলা প্রশাসক বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় সম্প্রতি সাউথ আফ্রিকা থেকে ৭ জন ফিরেছেন। তারা ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর, কসবা, নবীনগর ও সদর উপজেলার লোকজন।
করোনার নতুন ধরণ ওমিক্রনের আতঙ্কে এই নাগরিকের বাড়িতে প্রাথমিক নিরাপত্তা পদক্ষেপ হিসেবে লাল পাতাকা টানিয়ে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। সেই সাথে আখাউরা স্থলবন্ধর দিয়ে যাত্রী পারাপারে স্বাস্থ্য পরীক্ষার নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসক।
করোনার নতুন ধরন শনাক্ত হওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউ এইচ ও) চিন্তিত ও উদ্বেগ প্রকাশ করে। ১২টি দেশকে অন্তর্ভুক্ত করে উচ্চ ঝুঁকির একটি তালিকা তৈরি করেছে ভারত। সেই তালিকায় বাংলাদেশ, যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকাসহ আরও ৯টি দেশকে ঝুঁকিপূর্ণ দেশ হিসাবে চিহ্নিত করেছে দেশটি।
এদিকে ওমিক্রন মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তর ১৫ দফা নির্দেশনা দিয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ডা. নাজমুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার নতুন ধরন ওমিক্রন ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়েও বেশি সংক্রামক। তাই করোনা আরও দ্রুত ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে দেশের সব বন্দরগুলোতে স্ক্রিনিং ও স্বাস্থ্য পরীক্ষার জোরদার করা, জনসমাগম নিরুৎসাহিত করা, রেস্টুরেন্টে অর্ধেক বা তারও কম মানুষ বসে খাওয়াসহ ১৫টি নির্দেশনা দেয়া হয়েছে।