গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় দিবাগত রাত একটায় সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। নতুন বাদশাহ হিসেবে নিযুক্ত হয়েছেন তাঁর ভাই সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।
আজ শুক্রবার বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, মৃত্যুকালে বাদশাহ আবদুল্লাহর বয়স হয়েছিল প্রায় ৯০ বছর। নিউমোনিয়াজনিত সমস্যায় তিনি ডিসেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন। নলের মাধ্যমে তাঁর শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করা হয়েছিল।
বিবৃতিতে জানানো হয়, আজ বাদ আসর আবদুল্লাহর মরদেহ দাফন করা হবে। একই সঙ্গে ৭৯ বছর বয়সী নতুন বাদশার প্রতি আনুগত্য প্রকাশের জন্য রাজ প্রাসাদে সবাইকে আমন্ত্রণ জানানো হয়।
আবদুল্লাহর মৃত্যুতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সৌদি রাজপরিবার ও নাগরিকদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। আরব বিশ্বে সৌদি আরব তাঁদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র।
বাদশাহ হিসেবে আবদুল্লাহ ২০০৫ সালে সৌদি অভিষিক্ত হন।