সীমান্তে হত্যা জিরোতে নামিয়ে আনতে কাজ করছে বিজিবি-বিএসএফ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে হত্যা জিরোতে নামিয়ে আনতে বিজিবি-বিএসএফ কাজ করছেন বলে মন্তব্য করেছে করেছেন (বিজিবি) মহাপরিচালক সাকিল আহমেদ। ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।

বুধবার (২৩ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর চেকপোস্ট পরিদর্শন শেষে বিজিবি মহাপরিচালককে গাছের চারা উপহার দেওয়া হয়। বিজিবি মহাপরিচালকও বিএসএফ সদস্যদের মিষ্টি উপহার দেন।

মেজর জেনারেল সাকিল আহমেদ বলেছেন, বিএসএফের সঙ্গে ফ্লাগ মিটিং থেকে শুরু করে প্রত্যেকটি বৈঠকে সীমান্তে হত্যা নিয়ে আলোচনা করি। উভয় পক্ষই চাই সীমান্ত হত্যা জিরোতে নামিয়ে আনতে। আমরা একে অপরের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছি। আশা করি এ বিষয়ে অবশ্যই উন্নতি হবে।

Related Posts

About The Author