ছেলের কবরে বেড়া দিতে গিয়ে মারা গেলেন বাবাও

দূর্ঘটনায় ছেলে মৃত্যুর ৩ দিন পর কবরে বেড়া দিতে গিয়ে ছেলে হারানোর শোক সইতে না পেরে আখাউড়ায় হার্ট এট্যাকে বাবাও চলে গেছেন পরপারে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছেলের কবরের বেড়া দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সাদেকুর রহমান ভূইয়া (৫০) নামে এক ব্যক্তি মারা গেছেন। শুক্রবার (০৩ মে) দুপুরের দিকে উপজেলার আনোয়ারপুর গ্রামে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাদেকুর রহমান ওই এলাকার মলাই উদ্দিন ভূইয়ার ছেলে।
সাদেকুর রহমান ভূইয়ার চাচাতো ভাই আবু সাঈদ ভূইয়া জানান, সাদেকুর রহমান ভূইয়া দুই ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। বড় ছেলে সৌদি আরব প্রবাসী, একমাত্র মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে। ছোট ছেলে শাহাদাৎ হোসেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের পড়াশোনা করতেন। শাহাদাৎ তার মাকে নিয়ে জেলা শহরে ভাড়া বাসায় বসবাস করতো। সম্প্রতি ছোট ছেলে শাহাদাতকে মোটরসাইকেল কিনে দেন সাদেকুর রহমান। গত সোমবার ২৯ এপ্রিল দুই বন্ধু সহ তেল আনতে গিয়ে কুমিল্লা-সিলেট মহাসড়কের ভাদুঘরে ট্রাকের চাপায় শাহাদাৎ হোসেন। পরে তাকে গ্রামের বাড়ি আখাউড়ার আনোয়ারপুর গ্রামে দাফন করা হয়। আজ শুক্রবার ছেলের কবরে বেড়া দিতে বাগানে বাঁশ কাটতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন সাদেকুর রহমান। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আখাউড়া উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য মো. রাসেল মিয়া বলেন, ছেলের মৃত্যুর কয়েকদিন পর বাবার মৃত্যু খুব দু:খজনক। বাদ মাগরিব জানাজা শেষে উনার মরদেহ দাফন করা হবে। ছেলে মৃত্যুর মাত্র ৪দিন পর বাবার মৃত্যুতে গ্রামে শোকের ছায়ায় নেমে এসেছে।

Related Posts

About The Author