ভারতের ত্রিপুরারাজ্যের আগরতলা স্টেশন থেকে ব্রাহ্মণবাড়িয়ার-আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন পর্যন্ত ৩.৭ কিলোমিটার উড়াল সেতু হবে। আর এই উড়াল সেতুর পুরোটাই হবে ত্রিপুরা অংশে। আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক রেললাইন বাস্তবায়নে রেল প্রকল্পে ত্রিপুরার অংশ পরিদর্শন এবং রাজ্যের পরিবহনমন্ত্রী মানিক দের সঙ্গে বৈঠক শেষে পূর্বোত্তর রেলওয়ের নির্মাণ শাখার মুখ্য বাস্তুকার হরপাল সিং শনিবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
উড়াল সেতু বানানো হবে আখাউড়া-আগরতলা রেলপথের একাংশ !
|
June 30, 2015 |