সারাদেশে শীতের প্রকোপ বাড়ছে। আবহাওয়া অধিদপ্তর তথ্য মতে আগামী তিনদিন তাপমাত্রা আরও কমতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসের তথ্য মতে, আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া দেশের কোনো কোনো অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
শুক্রবার ১০ ডিসেম্বর সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে, ১৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ মো. আরিফ হাসান বলেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগর থেকে আগত লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে বলে জানান তিনি।
সূত্রঃ জাগো নিউজ।