ব্রাহ্মণবাড়িয়ায় খোলা আকাশের নিচে দায়িত্ব নিলেন মেয়র

গত ২৮ মার্চ হেফাজতের ডাকা হরতালে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের কর্মী-সমর্থকেরা পৌর ভবন আগুন দিয়ে পুড়িয়ে দেন। দাপ্তরিক কাজ করার কোনো পরিবেশ পৌর ভবনে এখন নেই।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরবৃন্দ দায়িত্ব নিয়েছেন খোলা আকাশের নিচে বসে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রথম নির্বাচিত নারী মেয়র দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়ে দায়িত্বভার গ্রহণ করেন। আজ থেকে পৌর ভবনের সামনের সড়কে দুটি তাঁবু টাঙিয়ে অস্থায়ী কার্যালয় স্থাপন করে কার্যক্রম পরিচালনা শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। পুড়িয়ে দেয়া হয়েছে সকল নথিপত্র, রেকর্ডপত্র ও দেড়শ বছরের ঐতিহ্যকে। এ ঘটনার দুঃখ প্রকাশ করার ভাষা জানা নেই।

Related Posts

About The Author

Add Comment