শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগামী ৩ মাস রাতে রানওয়ে বন্ধ থাকবে

আজ শুক্রবার (১০ ডিসেম্বর) মধ্যরাত থেকে পরবর্তী ৩ মাস রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে বন্ধ থাকবে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে এতে বিমানবন্দরের স্বাভাবিক কাজে কোনো প্রভাব পড়বে না।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে বন্ধ থাকলেও বিমানবন্দরের স্বাভাবিক কাজে কোনো প্রভাব পড়বে না। তবে এ সময় বাংলাদেশে কোনো এয়ারলাইন্সের জরুরি অবতরণের প্রয়োজন হলে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিমানবন্দরের ৩য় টার্মিনালের নির্মাণ কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩য় টার্মিনালে হাইস্পিড কানেকটিং ট্যাক্সিওয়ে নির্মাণ কাজ চলছে। বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুয়ায়ী আগামী ১০ ডিসেম্বর থেকে ১১ মার্চ পর্যন্ত প্রতিদিন রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ধরনের বিমান চলাচল বন্ধ থাকবে।

নির্মাণ কাজ চলাকলীন সময়ে বিমান চলাচল নিরাপদ হবে না। তাই নির্দিষ্ট সময় ফ্লাইং কার্যক্রম বন্ধ রেখে রক্ষণাবেক্ষণের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে, শীতকালীন বিমানবন্দরে ফ্লাইং শিডিউল পরিবর্তন করা হয় এটা আগে থেকেই পরিকল্পনা নিয়ে করা হয়ে থাকে।

Related Posts

About The Author

Add Comment