গত (২১ জানুয়ারি) বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের অষ্টম আসর শুরু হয়েছে। বিপিএলে মাশরাফি, সাকিব, তামিম, মাহমুদউল্লাহ আর মুশফিক বরাবরই ভালো খেলে। বোলিংয়ে বল হাতে পারফর্ম করাদের বেশিরভাগই বয়সে তরুণ।
এ পর্বে ৫ শীর্ষ উইকেটশিকারির ৪ জনই বাংলাদেশি। সর্বোচ্চ উইকেট শিকারি অভিজ্ঞ নাজমুল ইসলাম অপু। সিলেট সানরাইজার্সের হয়ে খেলছেন। ২ ম্যাচে ৭ উইকেট পেয়ে এ পর্বে সবার ওপরে। তার সেরা বোলিং ৪/১৮।
নাজমুল ইসলাম অপু কে বাদ দিয়ে তার পরের নামগুলো বেশিরভাগই তরুণদের। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ৬ উইকেট পেয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন। ৩ ম্যাচে ৬ উইকেট, তার সেরা বোলিং ৪/১৬ এবং ফাস্টবোলার শরিফুল ইসলাম (৩ ম্যাচে ৬ উইকেট, তার সেরা বোলিং ৪/৩৪)।
তিন নম্বরে নাহিদুল ইসলাম ২৮ বছর বয়সী অফস্পিনার ২ ম্যাচে ৫ উইকেট পেয়েছে। তার সেরা বোলিং ৩/৫। ফরচুন বরিশালের দুই ক্যারিবিয়ান পেসার আলজেরি জোসেফ ও ডোয়াইন ব্রাভো সমান ৫ উইকেট করে পেয়ে শীর্ষ পাঁচে আছেন।