সংশপ্তক সাহিত্য ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গুণীজনদের ‘সংশপ্তক পুরস্কার’ দেওয়া হয়। গত রবিবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে ‘সংশপ্তক পুরস্কার’ প্রদান করা হয়।
বিজয়ের সুর্বণজয়ন্তী এবং সংশপ্তক-এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ বছর ভ্রমণ সাহিত্যে উদয় হাকিম, সাংবাদিকতায় শাকিলা জেসমিন, ফটোগ্রাফিতে এস এম নাসির ও অভিনয়ে শ্যামল মাওলা পুরস্কার পেয়েছেন।
বিজয়ের সুবর্ণজয়ন্তী এবং সংশপ্তকের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। প্রধান অতিথি হিসেবে সকল পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেন তিনি।
আরও পড়ুনঃ এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ৩০ ডিসেম্বর
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংশপ্তকের প্রধান পৃষ্ঠপোষক শহীদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মুশতাক আহমেদ লিটন, বর্তমান সভাপতি মোসলেম উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক সুজয় মন্ডল ও রাইজিংবিডির ভারপ্রাপ্ত সম্পাদক এম এম কায়সার প্রমুখ।
সূত্রঃ জাগো নিউজ