রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র সাজেকে মধ্যরাতের আগুনে পুড়ল পর্যটন রিসোর্ট ৩টি। অবকাশ, মেঘছুট ও সাজেক ইকোভ্যালি রিসোর্টগুলো আগুনে পুড়ে যায়।
তিন রিসোর্টের সাথে পুড়েছে একটি রেস্টুরেন্ট ও একটি বসতঘর পুড়ে গেছে। বুধবার রাত সাড়ে ৩টার দিকে এই আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জাকারিয়া লুসাই নামে এক ব্যক্তির বসতঘর পুড়েছে। আর একটি রেস্তোরাঁ পুড়েছে সেটি হল মারুতি।
প্রাথমিকভাবে জানা যায়, আগুনের সূত্রপাত হয়েছে অবকাশ রিসোর্টের দ্বিতীয় তলা থেকে। আগুন লাগার পর সেনাবাহিনী, স্থানীয়রা ও দীঘিনালা থেকে আসা ফায়ার সার্ভিস সদস্যদের সহায়তায় প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে সাজেকে আগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ সাড়ে তিন কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।