গ্রীষ্মকালের দুটি ছড়া

আলাউদ্দিন হোসেন

গ্রীষ্মকাল

গাছে গাছে ফল পেকে
হয়ে আছে লাল,
ফলের ঘ্রাণে মন ভরে
এখন গ্রীষ্মকাল।

মাঠ প্রান্তর ছেয়ে গেছে
সোনা রঙের ধানে,
কৃষাণ-কৃষাণী আত্মহারা
জ্যৈষ্ঠ মধুর ঘ্রাণে।

প্রকৃতিতে প্রচণ্ড খরা
সূর্যে অনেক তাপ,
গরম পোহাতে ছেলে-মেয়ে
গাঙে দেয় ঝাঁপ।

****

ফলের ঋতু

গ্রীষ্মকালে বাংলায় আসে
আমের সাথে জাম,
ধানের গন্ধ মাঠ প্রান্তরে
কৃষক ঝরায় ঘাম।

বাঙ্গি আসে লিচু আসে
তরমুজে জল,
জাতীয় ফল কাঁঠাল আসে
আসে নানা ফল।

আনারসের মিষ্টি রসে
জুড়ায় দেহ-প্রাণ,
চারদিকে ছড়িয়ে পড়ে
মিষ্টি আমের ঘ্রাণ।

ছড়াকার : শিক্ষার্থী, এমবিএ, সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ, পাবনা।

Related Posts

About The Author

Add Comment