গরিবদের মধ্যে না বিলিয়ে দিলে নষ্ট হবে টিকা: ইউনিসেফ

করোনাভাইরাসের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কাছে জনসংখ্যার তুলনায় বেশি টিকার ফরমাশ দিয়েছে ধনী দেশগুলো। এর পরিপ্রেক্ষিতে নতুন সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ। সংস্থাটি বলেছে, যদি ধনী দেশগুলো তাদের অতিরিক্ত টিকার ডোজ গরিব দেশগুলোকে না দেয়, তবে তা নষ্ট হবে।

যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ইউনিসেফ বলেছে, করোনাভাইরাসের টিকার সরবরাহ স্থিতিশীল থাকা দরকার। কারণ গরিব দেশগুলো তাদের নাগরিকদের জন্য টিকার ব্যবস্থা করতে পারেনি।

যুক্তরাজ্যসহ অন্যান্য ধনী দেশ ইতিমধ্যেই প্রতিশ্রুতি দিয়েছে, যে টিকাগুলো বেঁচে যাবে সেগুলো গরিব দেশগুলোর মধ্যে বিলিয়ে দেওয়া হবে। কিন্তু ইউনিসেফ চাইছে, সেই টিকাগুলো আগে থেকেই দেওয়া শুরু করুক ধনী দেশগুলো।

ইউনিসেফের এই আহ্বানের সঙ্গে সুর মিলিয়েছেন তারকা ব্যক্তিত্বরা। তাঁরা জি-৭ জোটের ধনী দেশগুলোর উদ্দেশে একটি চিঠি লিখেছেন। তাঁরা চিঠিতে বলেছেন, আগস্ট নাগাদ এই দেশগুলো তাদের ২০ শতাংশ টিকা গরিব দেশগুলোর মধ্যে বিলিয়ে দিক।

এই তারকাদের মধ্যে রয়েছেন মার্কিন সংগীতশিল্পী বিলি আইলিশ, সাবেক ব্রিটিশ ফুটবলার ডেভিড বেকহাম, বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া, ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে, মার্কিন পপ তারকা কেটি পেরি প্রমুখ। ডেভিড বেকহাম বলেন, যদি সব জায়গা থেকে মহামারি বিদায় না নেয়, তবে মহামারি পুরোপুরি দূর হবে না।

ইউনিসেফের টিকাবিষয়ক বিভাগের প্রধান লিলি ক্যাপরানি বলেন, এই ধনী দেশগুলোর যেমন নিজেদের নাগরিকদের টিকা দেওয়া দরকার, তেমনি বাকি দেশগুলোকেও টিকা দেওয়া দরকার। একই সঙ্গে ১৮ বছরের নিচে যাদের বয়স, তাদেরও টিকা দেওয়া দরকার। তবে এই মুহূর্তে যাঁরা ঝুঁকিতে রয়েছেন তাঁদের আগে টিকা দিতে হবে।

লিলি ক্যাপরানি বলেন, ‘তাই আমরা বলছি, যুক্তরাজ্যসহ জি-৭ জোটের দেশগুলোর উচিত নিম্ন আয়ের দেশগুলোকে করোনা টিকা দেওয়া।’ খবর প্রথম আলো।

Related Posts

About The Author

Add Comment