বৃষ্টি কেটে গেলে ফের জেঁকে বসতে পারে শীত

সারাদেশেই হালকা/মাঝারি বৃষ্টি হচ্ছে। আজ সোমবারও এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টি কেটে গেলে ফের রাতের তাপমাত্রা কমে শীত নামতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে।

মঙ্গলবার (২৫জানুয়ারি) থেকে মেঘ-বৃষ্টির এই অবস্থার উন্নতি হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আজ সোমবার (২৪ জানুয়ারি) মাঘের ১০ তারিখ। ঢাকায় গতরাতে বৃষ্টি হয়েছে, সারারাত ধরেই হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল। রাজধানীতে সড়কের কোথাও কোথাও পানিও জমে থাকতে দেখা গেছে। সোমবার সকাল থেকেই ঢাকার আকাশে রোদ-মেঘের খেলা। এই সূর্য দেখা দিচ্ছে, আবার পরক্ষণেই মেঘের আড়ালে লুকিয়ে যাচ্ছে।

আরও পড়ুনঃ ব্রাহ্মণবাড়িয়া (ভাটি অঞ্চলের) জেলার ভূ-প্রকৃতির উৎপত্তি রহস্য

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সব বিভাগেই বৃষ্টি হয়েছে।

সূত্রঃ জাগো নিউজ

Related Posts

About The Author