আখাউড়ায় ইউপি নির্বাচনে ভোটার সংখ্যা এবং ২৭২ প্রার্থীর মনোনয়ন দাখিল

নিজস্ব প্রতিবেদক, মোঃ সাইফুল আলম – আখাউড়া ডট কম

কদিন আগেই ৪র্থ ধাপের আখাউড়া উপজেলার নির্বাচনের তারিখ পুনঃনির্ধারণ করে প্রজ্ঞাপন জারি হয়েছে। চারদিকে চলছে উৎসব মুখর পরিবেশ। ইতিমধ্যে এলাকার ভোটার সংখ্যা হালনাগান করা হয়েছে। পুরুষ ও মহিলাসহ সকল নতুন ভোটারদের মাঝে চলছে আনন্দ বিরাজ। সেই সাথে আরও নতুন মাত্রা যোগ করেছে নির্বাচনে ২৭২ প্রার্থীর মনোনয়ন দাখিল নিয়ে।

উৎসব মুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৭২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আখাউড়া উপজেলার ৫টি ইউনিয়ন হলো আখাউড়া দক্ষিণ, আখাউড়া উত্তর, মোগড়া, মনিয়ন্দ ও ধরখার ইউনিয়ন পরিষদ। গতকাল ২৫ নভেম্বর বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীরা উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করেন। সর্বশেষ জানা যায় ২৭২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

খোঁজ নিলে জানা যায় আখাউড়া উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ জাসিদুল ইসলাম বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন উৎসব মুখর পরিবেশে বিভিন্ন পদের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।

প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন

আজকের যেরকম উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন, এই সুষ্ঠু পরিবেশ আগামী দিনগুলোতেও বজায় থাকবে। আশা করি সকলের সহযোগিতা নিয়ে আখাউড়াবাসীকে একটি অবাদ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারব।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৮ জন, সাধারণ সদস্য পদে ১৮৮ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪৬ জন প্রার্থী মনোয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে মনিয়ন্দ ইউনিয়নের ১টি সংরক্ষিত ওয়ার্ডে একজন মনোনয়নপত্র দাখিল করেন।

চেয়ারম্যান পদে আখাউড়া উত্তর ইউনিয়নে ৫ জন, আখাউড়া দক্ষিণ ইউনিয়নে ৩ জন, মোগড়া ইউনিয়নে ৭ জন, মনিয়ন্দ ইউনিয়নে ৭ জন এবং ধরখার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

আগামী ২৯ নভেম্বর মনোনয়নপত্র বাছাই, ৬ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ২৬ ডিসেম্বর নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্টিত হবে।

এইদিকে ভোটার তালিকা খাল নাগাদ করা হয়েছে। উপজেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচটি ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ উপলক্ষে সর্বশেষ খাল নাগাদ মোট ভোটারের সংখ্যা ৮৯ হাজার ৬৮৬ জন, যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৪৬ হাজার ৩৬ জন ও নারী ভোটার ৪৩ হাজার ৬৪০ জন।

নতুন ভোটার খাল নাগাদ তালিকায় উপজেলার আখাউড়া সদর দক্ষিণ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯০৫৩ জন, উত্তর ইউনিয়ন পরিষদের ভোটার সংখ্যা ৯৮৭৯ জন, মোগড়া ইউনিয়ন পরিষদের ভোটার সংখ্যা ২২ হাজার ৯৬১ জন, মনিয়ন্ধ ইউনিয়নের ভোটার সংখ্যা ২০ হাজার ৩৬৫ জন, ধরখার ইউনিয়নের ভোটার সংখ্যা ২৭ হাজার ৪১৮ জন।

আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দিন জানান, আমরা জেলা নির্বাচন অফিস থেকে সর্বশেষ হালনাগাদ খসড়া ভোটার তালিকা ভোট কেন্দ্র ও ভোট কক্ষের সংখ্যা সংশ্লিষ্ট এটি চিঠি পেয়েছি।

ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান জানান, আখাউড়া উপজেলার সর্বশেষ হালনাগাদ ভোটার তালিকায় মোট ভোটারের সংখ্যা ৮৯ হাজার ৬৭৬ জন।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই উপজেলায় মোট ভোট কেন্দ্র থাকবে ৪৭টি আর ভোটকক্ষ থাকবে ১৯৮ টি।

Related Posts

About The Author

Add Comment