আখাউড়া সীমান্ত থেকে নারী আটক

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর সীমান্ত থেকে অবৈধভাবে ভারত থেকে ফেরার পথে দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আটক করা হয়।

বিজিবি ২৫ সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় উল্লেখ করেন, ফকিরমোড়া বিওপির টহল দল ওই দুই নারীকে আটক করেন। তারা ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার রামনগর এলাকার পান্ডুলক দাসের ছেলে রাহুল দাসকে ৫ হাজার টাকা দিতে যান। সেখান থেকে আখাউড়া উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের সাজু মিয়ার ছেলে মো. সাইমুনের সহায়তায় অবৈধভাবে সীমান্ত দিয়ে বাংলাদেশ প্রবেশ করেন। গত তিন মাস আগে আগরতলায় বিভিন্ন বাসাবাড়িতে কাজের জন্য ওই দুই নারী ভারতে যান বলে জানা যায়।

আটকরা হলেন- খুলনা সদরের জিরো পয়েন্ট এলাকার মো. দেলোয়ার হোসেন মেয়ে স্বপ্না বেগম (৩০) ও ফিরোজপুর জেলার নাজিরপুরের বুড়িয়াখালী এলাকার মৃত হাবিবুর রহমানের মেয়ে সোনিয়া আক্তার (২২)। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আখাউড়া থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

Related Posts

About The Author