সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি ঢাকা সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জানিয়েছেন।
আজ (১৫ ডিসেম্বর) বুধবার দুপুর পৌনে ১টার দিকে ভারতের রাষ্ট্রপ্রধান জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। তারপর সেখানে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সেসময় বিউগলের করুণ সুর বেজে ওঠে। এসময় শহীদদের প্রতি সামরিক কায়দায় সশস্ত্র সম্মান জানায় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর ভারতের রাষ্ট্রপতি সেখানে একটি চারাগাছ রোপণ করেন। এ ছাড়া রামনাথ কোবিন্দ স্মৃতিসৌধের ‘সফর বইয়ে’ স্বাক্ষর করেন।
আরও পড়ুনঃ ১২ ডিসেম্বর ৫-জি যুগে প্রবেশ করবে বাংলাদেশ
স্মৃতিসৌধে ভারতের রাষ্ট্রপ্রধান রামনাথ কোবিন্দের সঙ্গে তার স্ত্রী ভারতীয় ফার্স্ট লেডি সবিতা কোবিন্দ ও তাদের মেয়ে স্বাতী কোবিন্দ ছাড়াও ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।
আজ রাজধানীর শাহজালাল বিমানবন্দরে বেলা ১১টার দিকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে এসে পৌঁছান। বিমানবন্দরে রাষ্ট্রীয় অতিথি হিসেবে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সে সময় ভারতের রাষ্ট্রপ্রধানকে বিমানবন্দরে গার্ড অব অনার প্রদান করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকালে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দর সঙ্গে সাক্ষাৎ করবেন।
সফরের তৃতীয় দিনে ঢাকার রমনায় কালীমন্দিরের সদ্য সংস্কারকৃত অংশের উদ্বোধন এবং মন্দিরটি পরিদর্শন করবেন ভারতের রাষ্ট্রপতি। এ সময় মন্দিরসংশ্লিষ্ট কমিটির সদস্যদের সঙ্গে সংক্ষিপ্ত পরিসরে মতবিনিময়ের আগ্রহ প্রকাশ করেছেন তিনি। একই দিনে রাষ্ট্রীয় সফর শেষে দুপুরে তিনি দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
সূত্রঃ যুগান্তর