১২ ডিসেম্বর ৫-জি যুগে প্রবেশ করবে বাংলাদেশ

১২ ডিসেম্বর থেকে ৫-জি যুগে যাত্রা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ বলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। ৫-জি যুগে প্রবেশ করেছে পৃথিবীর হাতেগোনা কয়েকটি দেশ। এবার বাংলাদেশ ও তাদের একটি হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের ডিজিটাল বিপ্লবে অর্জিত সফলতার ফলে পৃথিবীর অনেক দেশেরই আমাদের সঙ্গে তাল মেলানোর সুযোগ নেই। আগামী ১২ ডিসেম্বর আমরা আনুষ্ঠানিকভাবে ফাইভ-জি যুগে যাত্রা শুরু করতে যাচ্ছে।

আরও পড়ুনঃ পরীক্ষামূলক মেট্রোরেল চলবে রোববার

আগামী ১২ ডিসেম্বর রবিবার ডিজিটাল বাংলাদেশ দিবস- ২০২১ পালন করা হবে। গত পাঁচ বছর ধরে এই দিবসটি পালন করা হলেও ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণার ১২ বছর উপলক্ষে এবছর ব্যাপক পরিসরে বিভিন্ন অনুষ্ঠান হাতে নেওয়া হয়েছে। ‘ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’- এই প্রতিপাদ্য নিয়ে এবার দিবসটি পালন করা হবে।

সূত্রঃ জাগো নিউজ

Related Posts

About The Author

Add Comment