বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির কোনো কপিরাইট (স্বত্ব) ব্যক্তি বা প্রতিষ্ঠান পাবে না। বঙ্গবন্ধুর ছবির স্বত্ব থাকবে বাংলাদেশের জনগণের এবং রাষ্ট্রের অধিকারে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার ১৪ ডিসেম্বর বঙ্গবন্ধু কর্নারের বই নিয়ে করা রিটের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ এ রায় দেন।
আদালতে রিটকারী আইনজীবী সায়েদুল হক সুমনের পক্ষে ছিলেন আইনজীবী অনিক আর হক। আইনজীবী শাহ মঞ্জুরুল হক ছিলেন সাংবাদিক নাজমুলের পক্ষে। পরে মঞ্জুরুল হক বলেন, আদালতের রায়ের ফলে বইয়ের লেখার কপিরাইট আমাদেরই কাছেই থাকছে। কিন্তু বইয়ের ছবির বিষয়ে সংশ্লিষ্ট দফতরের প্রতি আরও স্পষ্ট ভাষায় কৃতজ্ঞতা প্রকাশ করতে বলা হয়েছে।
হাইকোর্ট রায়ে বলা হয়েছে, জাতির জনক বঙ্গবন্ধু, তার পরিবার এবং মুক্তিযুদ্ধকালীন ঐতিহাসিক ছবির স্বত্ব কোনো ব্যক্তির নয়, এর স্বত্ব একমাত্র রাষ্ট্রের।
আরও পড়ুনঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর হানাদার মুক্ত দিবসের ইতিহাস
আইনজীবী শাহ মঞ্জুরুল হক আরও বলেন, স্বাধীনতা যুদ্ধকালীন ছবি এবং বঙ্গবন্ধুর পরিবারের ছবি দিয়ে যতগুলো বই প্রকাশ হবে, তার কপি রাইট রাষ্ট্রের থাকবে। এটা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দাবি করতে পারবে না। এই ছবিগুলো দিয়ে যখন বই এডিট হবে বইয়ের কপি রাইট ওই ব্যক্তির থাকবে।
২০২০ সালের ৩১ আগস্ট আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন রিটটি করেন। ওই রিটের শুনানি নিয়ে রুল জারি করেছিলেন আদালত। আজ এই রুলের চূড়ান্ত রায় হলো।
সূত্রঃ জাগো নিউজ।