সব পণ্য আমদানির সুযোগ নেই আখাউড়া বন্দর দিয়ে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে সব ধরনের পণ্য আমদানির অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। তিনি বলেন, ‘আমদানি করা পণ্য পরীক্ষা-নিরীক্ষার যেসব সুবিধা প্রয়োজন, তার সবকিছু নেই বন্দরে। সে জন্য আমরা একসঙ্গে সব পণ্যের জন্য বন্দর খুলে দিতে পারি না। যেসব পণ্যের সম্ভাবনা রয়েছে, সেগুলোর অনুমতি অবশ্যই দেব।’

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দ

সব পণ্যের আমদানির সুযোগ নেই আখাউড়া বন্দর দিয়ে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে স্থাপিত ব্যাগেজ স্ক্যানার বা ব্যাগের মালপত্র পরীক্ষা-নিরীক্ষা যন্ত্রের উদ্বোধন শেষে গতকাল শনিবার সাংবাদিকদের এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সব পণ্য সেদিক (আগরতলা) থেকে আসার সুযোগ নেই। একটি পণ্য হয়তো বছরে একবার আসবে। সেই পণ্য পরীক্ষার ব্যবস্থা করতে হবে। নতুবা সেই পণ্যের ছাড়পত্র দেওয়া যাবে না। কারণ, সব পণ্য পরীক্ষা করার ব্যবস্থা এই বন্দরে নেই।

আরো পড়ুন

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘বন্দরে রপ্তানি চাঙা তো আমরা করতে পারি না, আমরা করিও না। আমরা দেখব কাস্টমসের নিয়ম মেনে আমদানি-রপ্তানি হচ্ছে কি না। শুল্ক আদায় হচ্ছে কি না। কোন জিনিসটা ওই দিকে রপ্তানি হবে, কোন জিনিসটা ওই দিক থেকে আমদানি হবে, সেটি কাস্টমস দেখতে পারবে না।’

সব পণ্যের আমদানির সুযোগ নেই

এনবিআর চেয়ারম্যান আরও বলেন, ‘চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে ভারতকে নিজ দেশে পণ্য পরিবহনের সুযোগ দেওয়ায় বন্দর ও কাস্টমস রাজস্ব পাবে। পরিবহন খাতেও কিছু কর্মসংস্থান ও আয়ের জায়গা তৈরি হবে। ট্রানজিটের জন্য সড়ক ব্যবহার ও পরিবহনের জন্য মাশুল পাব আমরা।’

এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন, আখাউড়ার ইউএনও অংগ্যজাই মারমা, আখাউড়া স্থল শুল্ক স্টেশনের উপকমিশনার আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদ ও আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক আতিকুল ইসলাম প্রমুখ।

Related Posts

About The Author

Add Comment