টিকা না নেওয়ায় যে দেশে গুনতে হচ্ছে জরিমানা

করোনার সংক্রমণ মোকাবিলায় টিকার ওপর জোর দিচ্ছে বিশ্বের অধিকাংশ দেশ। কিন্তু এরপরও অনেকে টিকা নিতে চাইছেন না। সম্প্রতি গ্রিসের করোনা পরিস্থিতি সামাল দিতে ৬০ বছরের বেশি যাঁরা টিকা নেননি, তাঁদের মাসে ১১৪ ডলার জরিমানা করা হচ্ছে।

গ্রিসের গণমাধ্যম একাথিমেরিনির খবরে বলা হয়েছে, করোনার সংক্রমণ রোদে টিকার হার বাড়াতে, দেশটির স্বাস্থ্যব্যবস্থার ওপর সৃষ্ট চাপ কমাতে এই পদক্ষেপ নিয়েছে গ্রিস সরকার।

গ্রিস সরকারের দেওয়া তথ্য অনুসারে, ধারণা করা হচ্ছে দেশটির তিন লাখ মানুষ এই জরিমানার আওতায় পরতে পারেন। এই জরিমানা গুনতে হবে প্রতি মাসে।

গ্রিসবাসীদের টিকা দিতে আরও কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে একটি হলো, স্বাস্থ্য বিভাগের কর্মী যাঁরা এখনো টিকা নেননি, তাঁদের সাময়িকভাবে বরখাস্ত করা হবে। টিকা নেওয়ার বিধি ভঙ্গের অভিযোগে তাঁদের চাকরিচ্যুত করা হতে পারে।

আরও পড়ুনঃ ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী খেলা, গুটিদাড়া

Related Posts

About The Author